ষ্টাফ রির্পোটার সৈয়দপুর (নিলফামারী):
চারদিনের টানা বর্ষণে নীলফামারীর সৈয়দপুরের খড়খড়িয়া নদীর বাম তীরে পশ্চিম পাটোয়ারীপাড়া ও বসুনিয়ায় শহর রক্ষা বাঁধে প্রায় ১০০ মিটার বিলীন হয়। বাঁধ ভেঙ্গে শহরে পানি ঢুকে পড়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এ অবস্থায় ওই এলাকায় জরুরী ভিত্তিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়।
রোববার (১৩ আগস্ট) সকালে সৈয়দপুর শহর রক্ষা বাঁধ ভেঙ্গে যাওয়ায় সেনানিবাস এলাকাসহ বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়ে। এতে শহরের কুন্দল, পাটোয়ারীপাড়া, নয়াবাজারসহ বেশ কয়েকটি এলাকায় কোমর সমান পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়। সৈয়দপুর বিমানবন্দরেও যে কোনো সময় বন্যার পানি ঢুকতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।……………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/আফরোজ আহমেদ সিদ্দিকী (টুইংকেল)/হাবিব ইফতেখার/শাহিনুর/রফিক/মৌরী