কাতার প্রতিনিধি:
কাতার জাতীয় পার্টির সভাপতি হাজী বাসার সরকারের সহধর্মিনীর বিরুদ্ধে মিথ্যা হয়রানি মুলক মামলার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
আব্দুস সালাম ফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী বাসার সরকার। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিসি নজরুল ইসলাম, কফিল উদ্দিন, আলাল খান, এনামুল হক টিটু, আব্দুর রহিম, সিরাজুল ইসলাম শাহিন, ইঞ্জিনিয়ার আলীম উদ্দিন, কাসেম পারভেজ সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/ইউসুফপাটোয়ারী/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরি/রফিক