মনসুর-উর-রহমান
(১)
হায় মুছলিম! বুঝলি নাতো চিরকালই রইলি দালাল,
তাইতো হলি অস্ত্র হেনে ভাইএ ভাইএ রক্তলাল।
পরের কথায় উঠিস বসিস নিজেদরই বুদ্ধি ছেড়ে,
তাইতো তোদের শত্রুরা সব দিনে দিনে উঠলো বেড়ে।
(২)
মুছলিম দেশে দেশে নেই গনতন্ত্র,
জাবরানে চলে তাই বাদশাহী যন্ত্র।
কোথা আছে এ বিধান ইছলামী শাস্ত্রে,
রাজাসন দিয়ে যাবে বেটা নাতি ভাস্তেরে?
(৩)
পাও চাটা আর গাও চাটা যত মুছলমান,
সারা জীবন যতই গাও বিধর্মীদের গান,
আসলে তোর ঘরের ফুটো ফুটোই থেকে যাবে,
পেটের ক্ষিধে মিটবে না আর রিলিফ খেতে চাবে।
(৪)
যুগে যুগে ক্রীতদাস মুছলিম বিশ্ব,
সম্পদ নিয়ামত পেয়েও এরা নি:স্ব।
এরা খায়দায় ঘুম পাড়ে বিদেশী ঢংএ,
নারী বাড়ী বিলাসে থাকে মহা রংএ।