Home নির্বাচিত খবর সৌদিআরবের তাবুক প্রবাসী কমিউনিটির সাথে কনস্যুলেট জেনারেলের মত বিনিময়

সৌদিআরবের তাবুক প্রবাসী কমিউনিটির সাথে কনস্যুলেট জেনারেলের মত বিনিময়

120
0

জেদ্দা (সৌদিআরব) প্রতিনিধি:

সৌদি আরবের তাবুক প্রদেশের বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার তাবুকে হলিডে’স ইন হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় কাউন্সিলর আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার মান্যবর কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কাউন্সিলর লেবার আমিনুল ইসলাম, কাউন্সিলর আলতাফ হোসেন, কনসাল পাসপোর্ট কামরুজ্জামান, কনসাল লেবার কাজী সালাউদ্দিন ও সোনালী ব্যাংক প্রতিনিধি সৈয়দ মঞ্জুরুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের এবং সৌদিআরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করার জন্য আহবান জানান।

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

mktelevision.net/মোহাম্মদ ফিরোজ/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/রফিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here