Home নির্বাচিত খবর নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় সড়কের বেহাল দশা

নোয়াখালী কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় সড়কের বেহাল দশা

147
0

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ১ নং পৌরসভায় উন্নিত হলেও রাস্তাঘাটের অবস্থা দেখলে মনে হয় এটি কোন পৌরসভা নয়।
বসুরহাট পৌরসভার কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখাগেছে জলবদ্ধতা ও খানা খন্দে ভরফুর প্রত্যেকটি সড়ক। অনেক গুলো রাস্তা পানির নিচে। অপরদিকে বসুরহাট বাজারের মূল সড়কটির অবস্থা আরও করুন। বাজারের প্রাইমারী স্কুলের সামনে,হক হোটেলের সামনে ও বাবসায়ী সমিতির সামনের সড়কটি একটু বৃষ্টি হলে চলাচল অনুপোজোগী হয়ে পড়ে। অথচ গত বছরে সড়কগুলো সংস্কার হলেও ৬ মাস না যেতে একটি সড়কের কার্পেটিং নেই। এ জন্য স্থানীয়রা ঠিকাদারী প্রতিষ্ঠানকে ও তাদের নি¤œমানের কাজকে দায়ী করছে।
………………………….

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

mktelevision.net/হাসান ইমাম রাসেল /হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/খুরশিদ বাবু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here