রাঙামাটি (চট্টগ্রাম) প্রতিনিধি :
১৩ জুন পাহাড় ধ্বসের কারণে বন্ধ হয়ে যায় দেশের মূল ভু-খন্ডের সাথে রাঙামাটি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্থ হয় চট্টগ্রাম -রাঙামাটি, খাগড়াছড়ি -রাঙামাটি, বান্দরবান-রাঙামাটি ও অভ্যন্তরীণ সড়কসমূহ। রাঙামাটি জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিকল্প পথে রাঙামাটি – কাপ্তাই লঞ্চ চলাচল চালু করে স্থানীয় জেলা প্রশাসন।
পরিবেশবিদরা বারবার বলছেন অপরিকল্পিত ভাবে পরিবেশের ক্ষতি করে বসবাসের বাসগৃহ তৈরী করার ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হওয়ায় পাহাড় ধ্বসে এত লোকের প্রাণহানি ঘটেছে। ১৩ জুন রাঙামাটি জেলায় ভয়াবহ পরিবেশের বিপর্যয় ঘটে যা অত্যন্ত ভয়াবহ আকার ধারণ করে ও জেলায় নিরব দুর্ভিক্ষ দেখা দেয়।
……………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/নির্মল বড়ুয়া মিলন /হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী/খুরশিদ বাবু