দিনাজপুর প্রতিনিধি:
নব নির্মিত মিনারে প্রায় ৪ লাখ মানুষের সমাগমে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর গোর শহীদ বড় ময়দানে।
সোমবার সকাল ৯ টায় ময়দানে ৫শ’ ১৬ ফুট দৈর্ঘ্যরে ৫২ গম্বুজ বিশিষ্ট নব নির্মিত মিনারে ঈদের জামাতে অংশগ্রহন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, বিচারপতি এনায়েতুর রহিম, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলমসহ আরো অনেকে। এখানে ইমামতি করেন দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব শামসুল ইসলাম কাশেমী। ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।………………….
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/সুবল রায়/হাবিব ইফতেখার/শাহিনুর/মৌরী