সৌদি আরব প্রতিনিধি:
ঢাকা ১৫ আসনের সংসদ সদস্য , মোহনা টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ কামাল আহমেদ মজুমদারের বড় ছেলে , মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ মজুমদার ও প্রয়াত আওয়ামী নেতা সেলিম ভূঁইয়ার আত্মার মাগফেরাত কামনা করে রিয়াদ প্রবাসী শিবচর থানা আওয়ামীলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আল মানারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
১৬ জুন শুক্রবার রিয়াদ আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এসকান্দার আলী খানের সভাপতিত্বে নিজাম উদ্দিন জন্টুর সঞ্চালনায়
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুলতান মাহমুদ আকুন্দ , হোসেন মাহমুদ কুটি মিয়া , অহাব শিকদার , আরব আলী মাতবর , মুন্সুর মুন্সি , এরশাদ মাতবর , রেজাউল করিম , ইয়াসিন শিকদার , লাল মিয়া সহ বৃহত্তর ফরিদপুর , মাদারিপুর , শিবচর থানা আওয়ামী পরিবারের বিপুল সংখ্যক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন …………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়/হাবিব ইফতেখার/শাহিনুর/এস রহমান