সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি ঃ
নীলফামারীর সৈয়দপুরে ধান ক্ষেতে দেখা দিয়েছে নেক ব্লাস্ট। সোনালী ধানের গোছা বাতাসে দোল খেলেও তাতে নেই দানা। রক্ত ঘাম হয়ে ঝড়া কষ্টের কাঙ্খিত ফসল আজ চিটায় পরিপুর্ণ। ক’দিন বাদেই ধানের মৌ মৌ গন্ধে কৃষকের ঘর আর আঙ্গিনা ভরে যাওয়ার কথা থাকলেও সেখানে বিরাজ করছে হতাশা আর বিষাদের ছায়া। আগামী দিনগুলো কীভাবে কাটবে এই দুশ্চিন্তায় কৃষকেরা। এ নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন আমাদের সৈয়দপুর প্রতিনিধি আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল। ডেস্কে বিস্তারিত জানাচ্ছি আমি মোস্তাফিজুর রহমান।……………..
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/টুইংকেল/হাবিব ইফতেখার/শাহিনুর/মোস্তাফিজুর রহমান