Home নির্বাচিত খবর কর্ম সংস্থানের লক্ষ্যে ঘোড়াঘাটে ওপেন হাউজ ডেতে আত্বসমর্পনকারী মাদক ব্যবসায়ীদের উপকরন বিতারণ

কর্ম সংস্থানের লক্ষ্যে ঘোড়াঘাটে ওপেন হাউজ ডেতে আত্বসমর্পনকারী মাদক ব্যবসায়ীদের উপকরন বিতারণ

200
0


ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে ওপেন হাউজ ডেতে আত্বসমর্পনকারী মাদক ব্যবসায়ীদের কর্ম সংস্থানের লক্ষ্যে উপকরন বিতারন করা হয়।

ঘোড়াঘাট থানা চত্বরে বৃহস্পতিবার বিকেল ৩টায় ওপেন হাউজ ডের শুরুতে ৬ জন মাদক ব্যবসায়ী ব্যবসা ছেড়ে দেয়ায় তাদের কর্মসংস্থানের  ৩টি ভ্যান এবং ৩টি সেলাই মেশিন প্রদান করেন, দিনাজপুর পুলিশ সুপার হামিদুল আলম।  পরে সুমনসহ ৩জন মাদক ব্যবসায়ী আত্বসমর্পন করে।

………………………………………………………………………………………………………….

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

mktelevision.net/সামসুল ইসলাম সামু/হাবিব ইফতেখার/শাহিনূর/নিপূণ সাহা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here