গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় রাতের আধারে ভূমিদস্যুরা স্কুলে ন্যাক্কার জনক হামলা চালায়। তারই প্রতিবাদে স্কুলের কমলমতি শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবকরা সকালে স্কুলের সামনে মানব বন্ধন করে।
গাইবান্ধা জেলা প্রশাসক কর্তৃক পরিচালিত শহরের পুরাতন জেলখানায় অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের দেয়াল, রাতের
আধারে ডা: রুবেল এবং কাউন্সিলর শহীদ তার দলবল নিয়ে ভেঙ্গে ফেলে । এরই প্রতিবাদে মঙ্গলবার সকালে স্কুলের সামনের রাস্তায় দাড়িয়ে মানব বন্ধন করে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।
(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)
mktelevision.net/খালেদ হোসেন/হাবিব ইফতেখার/শাহিনুুর/নিপূন সাহা/মৌরী