Home নির্বাচিত খবর ঠাকুরগাঁও সীমান্তে হয়ে গেল দুই দেশের মিলন মেলা

ঠাকুরগাঁও সীমান্তে হয়ে গেল দুই দেশের মিলন মেলা

339
0

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কোচল ও চাপাসাড় সীমান্তে হয়ে গেলো দুই বাংলার মিলনমেলা।
শুক্রবার বিকালে সনাতন ধর্ম অবলম্বীদের কালিপুজা উপলক্ষ্যে বাংলাদেশ সীমান্তের ৩৬৮ হতে ৩৪৬ নম্বর পিলার এলাকায় ভারত ও বাংলাদেশের স্বজনদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়। লোকে লোকারণ। সজনদের খুজে না পেয়ে অনেকে হাঁপিয়ে বসে জিরিয়ে নিয়ে সজনকে খুঁজে বের করা মাত্রই বহুদিনের আবেগ মিশ্রিত আনন্দ শ্র“তে নিজের কাছে টেনে নিতে চাইলেও তারকাটার ব্যরিকেটে শুধু দুর থেকে দৃষ্টি বিনিময় প্রিয়জনদের। এতেই ভরে যায় হৃদয়। আবার আগামীদিনের অপেক্ষা পর্যন্ত।
এই মিলন মেলায় আসা ক’জন স্বজনের আবেগাপ্লুত ভাষায় বললেন- প্রতি বছর এই দিনে দুই দেশের স্বজনরা মিলিত হয়।

(ভিডিওতে বিস্তারিত দেখুন, লাইক/শেয়ার এবং সাবস্ক্রাইব করুন)

mktelevision.net/সোহেল পারভেজ/হাবিব ইফতেখার/মৌরী/নিপূণ সাহা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here