Home ধর্ম ও জীবন নেত্রকোনায় শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব

নেত্রকোনায় শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসব

267
0

নেত্রকোনা প্রতিনিধি :

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সোমবার থেকে নেত্রকোনায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের রাস উৎসব হলো।
রাত ৮টায় শহরের বারহাট্টায় শ্রী শ্রী নরসিংহ জিউড় আখড়া প্রাঙ্গণে এই উৎসব পালিত হয়।
উৎসব চলাকালে আখড়া প্রাঙ্গণে ধর্ম-বর্ণ নির্বিশেষে শত শত ভক্তবৃন্দের সমাগম ঘটে। এদিকে সুন্দর ও সুষ্ঠভাবে উৎসব সম্পন্ন করার লক্ষ্যে আখড়া প্রাঙ্গণে যথেষ্ট আইন শৃংখলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
উৎসব উপলক্ষ্যে আখড়া প্রাঙ্গণে সোমবার থেকে ৯ দিনব্যাপী হরিনাম সংকির্তন চলবে বলেও জানান উৎসব উদযাপন কমিটি।

mktelevision.net/সোহেল খান দুর্জয়/হাবিব ইফতেখার/মৌরী/নিপূণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here