বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
শীত আসে শীত যায়। উড়ে আসে অতিথি পাখিরা। শীত শেষে ফিরে গেলেও থেকে গেল কিছু পাখি। বাসা বানালো তারা, জন্ম দিল নতুন ছানার। সেই থেকে স্থানীয় জনগণের কৌতুহলের সীমায় ছেদ পড়ছে না।
রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪নং বিষ্ণপুর ইউনিয়নের খালিশা হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। তারই প্রায় ২০ মিটার উত্তর পশ্চিম কোণে শিমুল গাছের ২০০ ফুট উপরে দেখা মিলে এই পাখির বসবাস। বাসাসহ অসংখ্য পাখির দৃশ্য ক্যামেরা বন্দি হয় এম কে টেলিভিশন ডট নেটের ক্যামেরায়।
স্থানীয়রা পাখিগুলোর ভিন্ন ভিন্ন নামে ডাকে। কেউবা বলে, চকোয়া, কেউ বলে, ভেলা, কদোয়া, সারস ইত্যাদি।
এ বিষয়ে স্থানীয়রা বলেন ………………..
পাখি প্রেমিকরা মনে করছেন, পাখিদের বেঁচে থাকা হোক নিরাপদ। অভয়াশ্রমে বেড়ে উঠুক তাদের ছানারা।
mktelevision.net/আজমল হক আদিল/হাবিব ইফতেখার/নিপূণ/মোস্তাফিজুর