পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাট সদর উপজেলার উত্তর খাস পাহনন্দা সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রি-পিস ও টি-শার্ট আটক করে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার ভোর রাতে বিজিবি টহল দলের চোরাচালান বিরোধী অভিযানে মালামালগুলো জব্দ করা হয়। জব্দকৃত মালামালগুলোর মধ্যে রয়েছে ১হাজার ১৪৬ টি শাড়ি, ৯৭টি থ্রি-পিস ও ১৯৪টি-শার্ট। এসব মালামাল সীমান্ত দিয়ে এনে বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়িতে রাখা হয়েছিল। সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাচারের পরিকল্পনা ছিল চোরাকারবারিদের। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র টহল দল ঘটনাস্থল থেকে মালামালগুলো জব্দ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ চোরাকারবারিরা পালিয়ে যায়।
mktelevision.net/আকতার হোসেন বকুল/ইফতেখার/নিপূণ সাহা