ঠাকুরগাঁও প্রতিনিধি:
অজ্ঞাত রোগে হার মেনেছে বৃক্ষ মানবশিশু বলে পরিচিত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রিপন রায়। প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি ডেস্ক রিপোর্ট-
জন্মের তিন মাস পরেই, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কেউটগাঁও গ্রামের হত দরিদ্র মহেন্দ্র নাথ রায়ের একমাত্র ছেলে রিপন রায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়। এখন তার বয়স সাত বছর। দ্বিতীয় শ্রেণীর ছাত্র। হাত-পায়ের তালু ও ঠোঁট ফেটে চৌচির হয়েছে। যন্ত্রনায় ছটফট করছে শিশু রিপন। তার মাঝে নেই দুরন্তপনা, নেই প্রাণের উচ্ছ্বাস। হাঁটতে চলতে কষ্ট হওয়ায় স্কুল যাওয়া ছেড়ে দিয়েছে। খেলার সাথীরাও সংগ দিচ্ছে না তাকে। নিঃসংগতায় দিন কাটছে রিপনের।
তার এই অবস্থায় বাবা মহেন্দ্র ও মা গোলাপী দিশেহারা হয়ে পড়েছেন। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি করেন।
এদিকে জেলার সিভিল সার্জন ডা. আবু মোহাম্মদ খয়রুল কবির বলেন…………..,
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সারওয়ার মোর্শেদের কাছে জানতে চাইলে বলেন……………..,
mktelevision.net/সোহেল পারভেজ/ইফতেখার/মোস্তাফিজুর