হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে অর্ধ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট ও অন্যান্য পণ্য সামগ্রি আটক করেছে বিজিবি। এ নিয়ে দেখুন একটি তথ্য ও ভিডিও চিত্র:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধীনে বাসুদেবপুর কোম্পানী সদর ক্যাম্পের সদস্যরা ভারতীয় অবৈধ আমদানী-নিষিদ্ধ সেনেগ্রা ট্যাবলেট ২০ হাজার পিচ, নিমোসলিড ১ লক্ষ পিচ, দামি ভারতীয় শাড়ী, থ্রি পিচ ও লেহেঙ্গা আটক করেছে। আটককৃত পণ্যের আনুমানিক মুল্য ৫১ লক্ষ টাকা।
সোমবার সকাল ৬.৩০ টায় হাকিমপুর উপজেলার চেংগ্রাম মাঠ থেকে বিজিবির সদস্যরা পণ্যগুলো আটক করে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়।
mktelevision.net/আকতার হোসেন বকুল/আল মামুন/মোস্তাফিজুর রহমান