Home নির্বাচিত খবর দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞান পাটির খপ্পরে পরে ২ জন সর্বস্ব হারিয়ে হাসপাতালে মৃত্যুর...

দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞান পাটির খপ্পরে পরে ২ জন সর্বস্ব হারিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে।

354
0

ঘোড়াঘাট প্রতিনিধি:

 শুক্রবার বেলা ১১ টায়


দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞান পাটির খপ্পরে পরে ২ জন সর্বস্ব হারিয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লরছে।
গতরাতে ২ জন লোক ঢাকা থেকে ছালমা কোচে বাড়ি ফেরার পথে সিরাজগজ্ঞ নামক স্থানে ডিম খেয়ে বাসে চরে। এ সময় অজ্ঞান পাটি তাদের সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। পরে তাদের ২ জনকে ঘোড়াঘাটে বাসষ্টান্ডের পার্শে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখে স্থানিয় লোকজন হাসপাতালে ভর্তি করে দেয়। তাদের পকেটে থাকা খাতা থেকে পরিচয় জানাযায় অজ্ঞাত ব্যক্তিরা হলো মহিমাগজ্ঞের মামুন ও মুন্জুরুল।।
mktelevision.net/সামু,/রাজু/ আল মামুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here