ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
ঘোড়াঘাটে যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপলক্ষে খ্রীষ্টান ধর্মাবলম্বী আদিবাসীরা উপাসনা ও আরাধনা উদ্যাপন করেছে নানা আয়োজনের মধ্যদিয়ে।
ঘোড়াঘাট কুচেরপাড়া গির্জায় যীশু খ্রীষ্টের পুনরুত্থান উপলক্ষে আদিবাসী খ্রীষ্টান সম্প্রদায় গির্জায় গির্জায় সূর্যোদয় উপাসনা ও যীশুর জীবন কাহিনী তুলে ধরেন।
রবিবার সকাল ৯ টায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাদার আলমান সরেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার, রোখসানা বেগম। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সভাপতি, মোফাজ্জল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রশিনা সরেন।
mktelevision.net/ সামু /আল মামুন/ইফতেখার