Home সাহিত্য দীর্ঘশ্বাসের নিষিদ্ধ ছায়া

দীর্ঘশ্বাসের নিষিদ্ধ ছায়া

486
0

17

মোজাহিদ ইফতেখার হাবিব-এর কবিতা

মশারীর তলপেট থেকে জাতীয় আভায় দেখি
যেন ছেদ পড়া এত দিনের পূর্ণ অপূর্ণ ছন্দ
বিস্ময়ে নির্মানের মানচিত্রে সাজানো স্বরবর্ণ।
কাঙ্খিত ছিল প্রতীকি ছায়ায়
হলো নিষিদ্ধ ছায়া, জাতির ছায়া।
আলোর পিছনে জমে থাকা ধূলোবালি
যা দিয়ে মানচিত্র তৈরী হয়েছে চৌবাচ্চার নকশা
কোন কালের প্রশস্ত পথ ঢাকা দীর্ঘশ্বাসে
আমি ও পথ ছিলাম।
এখন নিজেকে ছায়াতে রেখে ফু’দেই
ধূলোবালি ওড়ে
আলো চোখ ম্যালে
যেন রাতের ছায়া জ্যোৎস্না
প্রেমিকের ছায়া প্রেমিকা
আর্বতিত চৌবাচ্চায় গোপনে লুকানো সময়ের
নিষিদ্ধ ছায়ায় আলো জমে।
০২-০৮-১৯৯৬ ইং
দিনাজপুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here