Home নির্বাচিত খবর হিলি সীমান্ত এলাকা থেকে বিদেশি ৩টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ভারতীয় এক...

হিলি সীমান্ত এলাকা থেকে বিদেশি ৩টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ভারতীয় এক লাখ রুপী, জিহাদী বই, সিডি ডিস্ক, ম্যাপ সহ চারজনকে আটক।

525
0

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
হিলি সীমান্ত এলাকা থেকে বিদেশি ৩টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ভারতীয় এক লাখ রুপী, জিহাদী বই, সিডি ডিস্ক, ম্যাপ সহ চারজনকে আটক। এ নিয়ে হিলি প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন মোস্তাফিজুর রহমানের ডেস্ক রিপোর্ট।

শনিবার দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে হিলি সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পথে একজন এবং আবাসিক হোটেল নর্দাণ প্যালেসে তল্লাশী অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মালামালসহ আরো তিনজনকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলেন, দিনাজপুরের হাকিমপুর মধ্যবাসুদেব মাঠপাড়া গ্রামের মৃত রফিক মন্ডলের ছেলে লোকমান হোসেন বেলাল বয়স (৫৫), একই উপজেলার ধরন্দা বেইলিব্রীজ গ্রামের আব্দুল কাদেরের ছেলে বাবুল হোসেন (৩৫), বৈগ্রামের আব্দুর রহমানের ছেলে শাহাবুল (২৩) এবং সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার শহিদ হাসানের ছেলে জাহিদ হাসান (৩২)।
হিলি সিপি ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, আটককৃতরা কোনো জঙ্গী সংগঠনের সাথে জড়িত থাকতে পারে।

www.mktelevision.net/আকতার হোসেন বকুল/ইফতেখার/মোস্তাফিজুর রহমান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here