Home সাহিত্য মোজাহিদ ইফতেখার হাবিব এর কবিতা- বিমূর্ত ১৫০০ সাল ।

মোজাহিদ ইফতেখার হাবিব এর কবিতা- বিমূর্ত ১৫০০ সাল ।

867
0

18

মোজাহিদ ইফতেখার হাবিব
বিমূর্ত ১৫০০ সাল
**************
আমাত্ব বোধে শতবর্ষ আগে
যা তুমি কানে বলে গ্যাছো কবি
যে কবিতায় অনুজে, যে অনুরাগ বিন্যাসে,
আগত এ শতবর্ষে বসে কৌতুহল ফাটা
নব বসন্ত ঝরা উৎসব দেখি
দেখতে হয়…।
কি অবিসংবাদিত দুঃসাহস সাজালে কবিতায়
কি আশিস করে গেলে-
তবে কেন আজ জাতির অবলম্বে কবিতা কাঁদে রক্তরাগে
প্রভাত বসন্ত গানে রক্ত চুয়ে চুয়ে…।
তুমি থাকলে পাঠাতাম আমাদের করে
তোমার ঘরের
পনেরো শত বর্ষের উপহার।

চেতনা আজ অবকাশ দেয়
তোমার প্রেরিত এ শতবর্ষ,
এখন দক্ষিণার ধারায় নেশার ধোঁয়া
সূদুর দিগন্ত কালচে
তান্ত্রিক ছোবলে ব্যাকরণ ছিঁড়ে যায়
এই দিন শতবর্ষ আগে ফাল্গুনে এঁকেছিলে
তার বিপরীত।
সমাজ নরকে ভাসে, শিক্ষা সন্ত্রাসে জিম্মী
সূর্যের তাপে লাশ লুকায়
ফুল পঁচে যায়।

বিমূর্ত বাতাসে জাতীয় হিংসার দোল,
যৌবনের রাগে সাগর শুকায়
আমাদের এ শতবর্ষে।
নবীন ব্যথিত হৃৎপিন্ডে রক্তজমাট গান,
নতুন কবি জাগে পটাশিয়াম সায়ানাইড হাতে
এই অনুরাগ
একদিন মৃত্যুর আগে!
তোমর ছন্দের বর্ষে বেজাত অভিবাদনে
কবির লাশ পঁচে কবিতার পাতায়,
পল্লব মর্মে-
তোমার চৌদ্দশত বর্ষের পরে ॥
××××××××××××××××××××
দিনাজপুর ১৪০০ বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here